Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ধোবাউড়ায় স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের উদ্যোগে পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ধোবাউড়া সদর ইউনিয়নের সেনপাড়া গ্রামের আলোর দিশারী কিশোর-কিশোরী ক্লাবের সামনে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় জুঁই, আশার আলো ও মেঘনা—এই তিনটি সিবিওর সদস্যরা নিজেদের উৎপাদিত নানান পণ্য প্রদর্শন করেন। প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল—বিভিন্ন শাকসবজি, কুটির শিল্পজাত পণ্য, হাঁস-মুরগি, ছাগল-গরুসহ নানা ধরনের শখের জিনিসপত্র। এসব পণ্য স্থানীয়দের কাছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে ওঠে।

পণ্য মেলা পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামরুল হাসান এবং ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল। পরিদর্শন শেষে তারা প্রদর্শিত পণ্যের মানের প্রশংসা করেন এবং সিবিও সদস্যদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করেন। পাশাপাশি উৎপাদন, প্রসেসিং ও বিপণন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—পিও (ইকোনোমিক ইনক্লুশন) মনিরুজ্জামান মনির, পিও (মনিটরিং) ম্যাগডোলিন তজু, উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমানসহ প্রকল্পের সকল সিএমবৃন্দ। মেলা ঘুরে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন পণ্য ক্রয় করেন, যা মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই পণ্য প্রদর্শনী মেলার প্রধান উদ্দেশ্য ছিল—স্বাবলম্বী উন্নয়ন সমিতির সদস্যদের আরও উৎসাহিত করা, যাতে তারা শাকসবজি, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার, কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে আরও আগ্রহী হন। বিশেষ করে সিবিও সদস্যরা যেন বাণিজ্যিকভাবে সবজি চাষ ও অন্যান্য উৎপাদন কার্যক্রম বিস্তৃত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন—এটিই মেলার অন্যতম লক্ষ্য। তাদের উৎপাদিত পণ্যের মান, বাজার চাহিদা ও সম্ভাবনা সরাসরি দেখে তারা যেন আত্মবিশ্বাসী হয়ে আরও বৃহৎ পরিসরে উৎপাদনে অংশ নিতে পারেন—এই প্রত্যাশা থেকেই মেলাটির আয়োজন করা হয়।

স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং আয়বৃদ্ধির মাধ্যমে সদস্যদের টেকসই উন্নয়নে সহায়তা করাই সিডস প্রকল্পের লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।

By Bikram Das

"A bold voice in publishing—we tell stories that move, provoke, and last. Rooted in truth and creativity, we give words their power."

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ।। সহ-সম্পাদকঃ তারিফুল ইসলাম মুন