তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতেও নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সাতদিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে শোকসভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে নন্নী ইউনিয়নের মিসবাহুল উলুম কওমি ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্নী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রুহুল আমিন। নন্নী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব একেএম মাহবুবুর রহমান রিটন ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।

উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন মিসবাহুল উলুম কওমি ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম (প্রধান) আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্নী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কামাল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আ. জলিল, ইউপি সদস্য মো. নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য মো. শাহীন আলম, ইউনিয়ন যুবদল নেতা রাসেল সরকার ও মো. হাফিজুর রহমান, নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন বাবু ও স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

শোকসভায় বক্তব্যে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রুহুল আমিন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের রাজনৈতিক পথচলার প্রধান অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মেম্বার বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো নীতি ও আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার এক উজ্জ্বল প্রতীক। তিনি আমাদের যে নীতি, আদর্শ ও সাহসিকতার শিক্ষা দিয়ে গেছেন, তা বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাঁর দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “এই মহীয়সী নেত্রীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে সাহস জোগাবে।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

By Bikram Das

"A bold voice in publishing—we tell stories that move, provoke, and last. Rooted in truth and creativity, we give words their power."

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ।। সহ-সম্পাদকঃ তারিফুল ইসলাম মুন