নিজস্ব প্রতিবেদক:
‘বিএনপি টিকে থাকলে এদেশের দণতন্ত্র টিকে থাকবে, এই দেশকে কেউ দখল করতে পারবে না। চুয়াডাঙ্গা-১ আসন থেকে যিনি নিজেকে নির্বাচিত এমপি দাবি করে সে আমার কাছে নির্বাচনে হারছে, আমার পরে যারা এসে দাঁড়াইছে তাদের কাছেও হারছে। তারা হারছে কেনো, চুরি করার কারণে। মানুষের ক্ষতি, লুটপাট করার জন্য। বিএনপি লুটপাটকারী দল না। বিএনপি চাঁদাবাজি দল না। বিএনপি গণমানুষের দল। গণতন্ত্র বিশ্বাসী শহীদ জিয়ার আদর্শের দল’। বিএনপি টিকে থাকলে এদেশের দণতন্ত্র টিকে থাকবে, এই দেশকে কেউ দখল করতে পারবে না। আলমডাঙ্গার মত বিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শনিবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার হাজী মোড় এলাকায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘তারেক রহমান বলেছে বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি, দখলবাজি করে তাদের ধরে পুলিশে তুলে দেন। এরা বিএনপি করে না। বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, খালেদা জিয়া এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমান গত ১৮ বছর ধরে এই দলকে সুসংগঠিত করে নেতাকর্মীদের আগলে রেখেছেন। এখন অনেকে নিজেকে বিএনপি দাবি করছে। বাংলাদেশকে রক্ষা করার জন্য কোন রাজনৈতিক দল নিজের জীবন বিপন্ন করে থাকে সে দলের নাম ‘বিএনপি’। বিএনপি যদি দাড়িয়ে থাকে, টিকে থাকে তাহলে আে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে। বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না’।

দুদু বলেন, বেগম খালেদা জিয়াকে আল্লাহ রক্ষা করেছে। প্রধানমন্ত্রী দাবিদার (শেখ হাসিনা) আরেক প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) কে উদ্দেশ্য করে বলেন উনি মরে না কেন’। এত অশ্লীল নিম্নমানের মানুষ তিনি, তাকে তাড়ানো ছাড়া পথ ছিল না। এখন আসল জায়গায় পড়েছে। কেউ কেউ বলে তিনি শশুর বাড়ি গেছেন। আওয়ামী লীগের আর কোন ভবিষ্যৎ নেই।’

বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ‘আপনারা সাধারণত চোরদের ধরে করেন, মারপিট করে ছেড়ে দেন বা পুলিশে দেন। আর প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এত চোর, এত চুরি করেছেন ব্যাংকের মতো প্রতিষ্ঠান গুলোকেও চুরি করে ধ্বংস করে এদেশ থেকে পালিয়ে গেছেন। পালানো ছাড়া তাদের আর উপায় ছিলো না। ব্রিটিশ পার্লামেন্টে তাদের পরিবারের এক সদস্য ছিলো সেও চোর। চোরের অপবাদে তিনি পতত্যাগ করতে বাধ্য হয়েছেন’।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য এড. ওয়াদেুজ্জামান বুলা, জেহালা ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আমিরুল ইসলাম সেলিম। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, কেন্দ্রীয় কৃষকদল নেতা আবু জাফর, এড. শামিম রেজা ডালিম ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

By Bikram Das

"A bold voice in publishing—we tell stories that move, provoke, and last. Rooted in truth and creativity, we give words their power."

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ।। সহ-সম্পাদকঃ তারিফুল ইসলাম মুন