বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ১৪ তারিখ সরকারি অফিস বন্ধ থাকায়, নববর্ষ ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়। এই দিনটি আনন্দ আর উৎসবের মাধ্যমে উদযাপন করতে এমিগো বাংলাদেশ লিমিটেড আয়োজন করে এক বর্ণিল অনুষ্ঠানের। পুরো আয়োজনটি ছিল আনন্দ, ঐতিহ্য এবং একতা প্রকাশের এক অপূর্ব উদাহরণ।

দিনটি শুরু হয় ঘোড়াগাড়ি দিয়ে এক বিশেষ শোভা যাত্রার মাধ্যমে। ঢাক-ঢোলের তালে তালে কর্মীরা ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন এই শোভাযাত্রায়। আনন্দ শোভাযাত্রাটি কোম্পানির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অফিসের চারপাশ ঘুরে এসে মূল মঞ্চে শেষ হয়।

শোভাযাত্রার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা ছিলো ছোট পরিসরে। ছিল ঐতিহ্যবাহী মেলার দোকান,আলপনা আর সাজসজ্জায় যা সবাইকে আনন্দে ভরিয়ে তোলে। কর্মীরা পান্তা-ইলিশসহ নানা বাঙালি খাবারে অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল হংকং থেকে আগত অতিথিদের অংশগ্রহণ। তাঁরা আমাদের কোম্পানি Crystal International Group Ltd.-এর প্রতিনিধি হিসেবে এসেছিলেন এবং পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁদের উপস্থিতি আমাদের জন্য গর্বের এবং আনন্দের ছিল। তাদের পদচারণে মধ্যে দিয়ে কর্মীরা ছিলো উচ্ছ্বাস এবং অফিস প্রাঙ্গণ ছিলো আনন্দমূখর।

সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন। আয়োজন শেষে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং নতুন বছরে একসাথে আরও ভালো কাজের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নববর্ষ ১৪৩২ উদযাপন ছিল এমিগো বাংলাদেশ লিমিটেড-এর একটি সফল ও সুশৃঙ্খল আয়োজন। কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দ ছড়িয়ে দেয় এই দিনটি। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে, যা আমাদের সংস্কৃতি ও কর্মীসম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে এবং সবাই মিলে কোম্পানি লক্ষ্যে পৌঁছাতে ঐক্যবদ্ধ থাকিব।

বাংলাদেশের খবর
বিক্রম দাশ
চট্টগ্রাম

By Bikram Das

"A bold voice in publishing—we tell stories that move, provoke, and last. Rooted in truth and creativity, we give words their power."

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ।। সহ-সম্পাদকঃ তারিফুল ইসলাম মুন