শেরপুর কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

তাওহিদুজ্জামান রোমান (শেরপুর জেলা প্রতিনিধি)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানী, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক কয়েদিদের তালিকা সংগ্রহ করে উক্ত কয়েদিদের গ্রেপ্তার অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় ৩০ জুলাই গভীর রাতে পৃথক অভিযানে হত্যা মামলার ১ জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত ১ জন সহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

হত্যা মামলার আসামী হলেন, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া (১৯) এবং ১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত আসামী হলেন, নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন ছলি (৭০)।

র‍্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম আমিনুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দলটি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ছলিম উদ্দিন ছলিকে এবং ঝিনাইগাতী উপজেলা থেকে হত্যা মামলার বিচারাধীন হাজতি সোহেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের স্বস্ব থানায় সোপর্দ করা হয়েছে।

By Bikram Das

"A bold voice in publishing—we tell stories that move, provoke, and last. Rooted in truth and creativity, we give words their power."

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ।। সহ-সম্পাদকঃ তারিফুল ইসলাম মুন