রকিব মুক্তাদির, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিলামপট্টি সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। তারাগঞ্জ মধ্যবাজার চৌরাস্তা থেকে গাজীর খামার সিএনজি স্ট্যান্ড পর্যন্ত এই ব্যস্ততম রাস্তায় খানাখন্দ আর জলাবদ্ধতা নিত্যসঙ্গী হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘ ১৭ বছরেও এ রাস্তার কোনো সংস্কার হয়নি, ফলে যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় রিকশাচালক চাঁনমিয়া বলেন, “এই রাস্তা দিয়ে রিকশা চালানো খুব কঠিন হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে ভয় লাগে।”
একজন পথচারী রাশেদ মোস্তাফিজ বলেন, “কয়েকদিন আগে একটি প্রাইভেটকার রাস্তার গর্তে পড়ে আটকে যায়। পথচারীরা মিলে গাড়িটি উদ্ধার করেন। এ ধরনের ঘটনা এখানে প্রায়ই ঘটে।”
অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তাটির অবস্থা আরও করুণ হয়ে পড়েছে। যানজটের পাশাপাশি শব্দ দূষণও বেড়েছে, যা স্থানীয়দের জন্য নতুন এক দুর্ভোগ তৈরি করেছে।
নালিতাবাড়ী পৌরসভার একজন কর্মকর্তা বলেন, “আমরা রাস্তার সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং নিরাপদে চলাচল নিশ্চিত হয়। তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।