নবাব আলী লিটন, নালিতাবাড়ী (উত্তর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার (১৫ জুন) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার চৌরাস্তা মোড়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেকের মালিকানাধীন ওয়ার্কশপে অতর্কিত হামলা চালায় স্থানীয় একটি প্রভাবশালী মহল।
এই হামলার নেতৃত্ব দেন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। হামলায় গুরুতর আহত আব্দুল বারেককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আব্দুল বারেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলেও ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কোনো এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।