নবাব আলী লিটন
নালিতাবাড়ী (উত্তর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামে বন্য হাতির আক্রমণে জমশেদুল ইসলাম ছোটন (৩৫) আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে ভারতের সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা হাতির দল তার বাড়িঘর ও ধানক্ষেতে তাণ্ডব চালালে তিনি আঘাতপ্রাপ্ত হন। নাক ও মুখে আঘাত পেয়ে ছোটনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আনছারুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে আগেও বহু প্রাণহানি ঘটেছে। সম্প্রতি ৩৫-৪০টি হাতির দল নিয়মিত ক্ষেত নষ্ট করছে। কৃষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওনালি বলেন, হাতি-মানুষ সংঘাত রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।