চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ৭ জুলাই ২০২৫ খ্রি. তারিখ সোমবার বিকাল ৪টায় শহিদ আলাউল ইসলাম হলে (চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সংলগ্ন এসোসিয়েশন হলে) আতিয়ূর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে চুয়াডাঙ্গা’র বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক ও সাংস্কৃতিক সংগঠক আতিয়ূর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম…’ শীর্ষক ‘আতিয়ূর রহমান স্মরণসভা’ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক অ্যাড. কামরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রয়াত আতিয়ূর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোকপ্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ। এরপর তাঁর প্রতিকৃতিতে পুস্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, প্রগতি লেখক সংঘ, উদীচী ও চর্চায়ন। অতঃপর প্রয়াত আতিয়ূর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় প্রয়াত আতিয়ূর রহমানের কীর্তিময় জীবনের উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহ-সভাপতি সরদার আলী হোসেন, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা হামিদুল হক মুন্সী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হাবিবি জহির রায়হান, অরন্দিম সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, আতিয়ূর রহমানের কন্যা আমিনা রহমান লিপি, আতিয়ূর রহমানের ভাগিনা রঞ্জু কবীর জোয়ার্দ্দার, দৈনিক পশ্চিমাঞ্চলের প্রকাশক-সম্পাদক আজাদ মালিতা এবং আতিয়ূর রহমানের স্বজন-পরিজনের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান। আলোচনা শেষে আতিয়ূর রহমান স্মরণে সঙ্গীত পরিবেশন করেন বদরুজ্জামান তুষার ও আদিল হোসেন।