সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, সংসদের আসনসংখ্যা বাড়ানো, নির্বাচন কমিশনের (ইসি) পছন্দে ইসি সচিব পদে নিয়োগ, নির্বাচন কমিশন গঠন আইন সংশোধন, নির্বাচনের খবর সংগ্রহের পথ বাধাহীন করাসহ নানা প্রস্তাব উঠে এসেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের এক মতবিনিময় সভায়।
শনিবার নির্বাচন ভবনের মিলনায়তনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভা করে সংস্কার কমিশন। এর মধ্য দিয়ে অংশীজনদের সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় শুরু হলো।